বরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন আলী যাকের। গত ৪ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন গুণী অভিনেতা। এ ছাড়া বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি। সর্বশেষ গত বুধবার ইউনাইটেড হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে আলী যাকেরের।