করোনা ভাইরাস উপলক্ষে ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পতœীতলা (বিজিবি)র সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যানন্দ ফাউন্ডেশন রাজশাহী শাখার সহযোগিতায় সোমবার বিকেলে ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকার জোতওসমান, চৌঘাট, মনোরহরপুর, রসপুর ও রামচন্দ্রপুর এলাকার ১শ জন অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৬কেজি চাল, ১কেজি ডাল, হাফ লিটার তেল, ২কেজি আটা, ১প্যাকেট সুজি, ১প্যাকেট বিস্কুট ও হাফ কেজি লবন দেওয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি এবং পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি উপস্থিত ছিলেন।
পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান, ভবিষ্যতে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।