চুয়াডাঙ্গার দামুড়হুদা প্রেসক্লাবের বর্তমান কমিটির সর্বশেষ সাধারণসভা গতকাল শনিবার অনষ্ঠিত হয়েছে। ক্লাবের ৩৪ জন সদস্যর উপস্থিতিতে বেলা ১২ টায় নতুন খেজুর গুড়ের ফলকাট (সরুপিঠা) খির ও পাকান পিঠা খাওয়ার পর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভার প্রথমার্ধের অনুষ্ঠান শেষে বেলা ৩ টায় মধ্যাহৃ ভোজের আযোজন করা হয়। মধ্যাহৃ ভোজ শেষে দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানের শুরুতে সর্বসন্মতিক্রমে এড. মো: আশাদুজ্জামান মিল্টনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের অন্য দুই সদস্য হলেন, সাংবাদিক আব্দুস সালাম ও জাহিদুর রহমান মুকুল।
পরিচালনা পর্ষদ গঠনের পর পর্ষদের প্রধান সকল সদস্যদের উস্থিতিতে নির্বাচনি তফসিল ঘোষনা করেন।ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২৯ নভেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩০ নভেম্বব মনোনয়ন পত্র বিতরণ, ১ ডিশেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২ ডিশেম্বর মনোনয়ন পত্র উত্তোলন এবং ৪ ডিশেম্বর বেলা ৩ টাথেকে ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন শেষে ভোট গোননা সম্পন্ন হলে পরিচালনা পর্ষদের প্রধান এড. মো: আশাদুজ্জামান মিল্টন সদস্যদের উপস্থিতিতে নির্বাচনি ফলাফল ঘোষনা করবেন।