আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আজ রাত থেকে সম্প্রচার করা হবে জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের ১২ নম্বর সিজন।
এবারের শো নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। টিভিতে সম্প্রচার শুরু করার আগেই চ্যানেলের টুইটার অ্যাকাউন্টে প্রতিদিনই অংশগ্রহণ করতে আসা প্রতিযোগীদের কোনও না কোনও নতুন ভিডিও শেয়ার করা হয়।
ভারতের নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নিতে আসেন ইন্ডিয়ান আইডলে। এবারের শো উপস্থাপনা করছেন আদিত্য নারায়ণ। বিচারকের আসনে আছেন হিমেশ রেশামিয়া, বিশাল দাদলানি এবং নেহা কক্কর।
প্রতি শনি ও রবিবার সনি এন্টারটেইন্মেন্ট টেলিভিশনে ভারতীয় সময় রাত আটটায় প্রচার করা হবে ইন্ডিয়ান আইডল সিজন ১২।