আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আমির হোসেন রিদয় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টায় সৈয়দপুরের ঢেলাপীর রেলক্রসিংয়ের প্রায় ৩শত মিটার উত্তরে কাদিখোল নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত রিদয় সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজপাড়ার হাজী চেতনা লেনের আব্দুর রহিমের পুত্র। কি কারণে ওই যুবক উক্ত স্থানে গিয়েছিল তা জানা যায়নি। মৃৃত্যুর এ ঘটনাটি রহস্যজনক বলে দাবী করছেন অনেকে। তবে সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে পরবে বলে আশংকার করা হচ্ছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে থানা বিষয়টি তদন্ত করছেন।তদন্ত রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।