ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট চলছে। ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সামনে সকাল থেকে স্বাস্থ্য সহকারী কর্মচারীবৃন্দ ব্যানার সামনে রেখে অবস্থানে অংশ নেন। বাংলাদেশ হেলথ এসিষ্ট্যান্ট এসোসিয়েশনের আহ্বানে সারাদেশের অংশ হিসাবে কর্মসূচী শুরু হয়েছে।
ইপিআই টিকাদান, হাম করোনা নিয়ন্ত্রন রোগীদের ঔষধ পৌছানো কার্যক্রম, মহিলা রোগী সেবা প্রদান কার্যক্রম, রোগীদের হাসপাতাল পৌছানো কার্যক্রম বর্তমানে বন্ধ হয়ে রয়েছে। রোববারের অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা সভাপতি জাহাঙ্গীর আলম। বাবু অর্চনা শর্মা, প্রকাশ চন্দ্র, শামীমা সুলতানা, নাজমা আক্তার প্রমুখ।