জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে শতাধিক গর্ভবতী মা এবং পুষ্টিহীনতা মাদের মাঝে পুষ্টি খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এতে প্রধান অতিথি হিসাবে এসব পুষ্টি খাদ্যসামগ্রী বিতরন করেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, এক কেজি লবন, সাবান ও ইত্যাদি জিনিষপত্র। এসময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডাঃ দিলরুবা আকতার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধূরী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এস,এম,শহীদুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।