সম্মেলনের এক বছর পর পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন পেয়েছে। গতকাল রোববার রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু এ কমিটির অনুমোদন দেন। এতে ১ নং সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কে।
২০১৯ সালের ১২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা ও সাধারন সম্পাদক পদে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দিতায় পুনঃরায় নির্বাচিত হয়। ওই সম্মেলনের এক বছর পর সহ-সভাপতির ১ টি পদ ফাকা রেখে ৭১ সদস্য বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক নূরুল আমীন রাজা, শাহিদুল ইসলাম পিন্টু, মোনায়েম সরকার মানু, মকবুল হোসেন সর্দার, আনোয়ারুল ইসলাম মান্নু, নূরুল ইসলাম ময়না, এনামুল হক শাহীন ও রবিউল ইসলাম রবি। যুগ্ম সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন সাদেকুল ইসলাম বিএসসি, ময়নুল ইসলাম লাবলু, শহীদুল ইসলাম।
সাংগাঠনিক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন শফিউর রহমান মিলন, মোস্তাফিজার রহমান বাবলূ ও রুহুল আমিন বিএসসি। এছাড়াও দপ্তর সম্পাদক পদে মাহবুবার রহমান, প্রচার সম্পাদক আব্দুল খালেক মিয়া, শ্রম সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক কামরুল হাসান জুয়েল, কোষাধ্যক্ষ পদে আনিছার রহমান মন্ডল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে অধ্যক্ষ খলিলুর রহমান দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে কথা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, রাজনৈতিক দিক থেকে পীরগঞ্জের গুরুত্ব অনেক। এ আসনে এমপি পদে নির্বাচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয় সংদদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী দিনে সজীব ওয়াজেদ জয় এ আসনে প্রতিদ্বন্দিতা করতে পারেন। সবদিক বিবেচনা করে তারুণ্য নির্ভর, শিক্ষিত এবং নিষ্কলুস লোকদের প্রধান্য দিয়ে কমিটি করা হয়েছে।