সৈয়দপুরে ৫ম শ্রেনির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মঞ্জুর আলম ওরফে মনজার(২৫) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। গত ২৯ নভেম্বর রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাপুকুর বকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক কৃত যুবকের বাবার নাম আব্দুল জব্বার বলে জানান এলাকা বাসি।
জানা যায়, শিশুটির বাবা-মা কামলার কাজে মাঠে থাকার সুযোগে প্রতিবেশী বখাটে ওই যুবক শিশুটিকে ফুসলিয়ে ঘরের মধ্যে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মঞ্জুর আলম পালিয়ে যায়। পরে শিশুটির বড় ভাই মহসিন আলী বাবু নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রমান মিললেই কঠোর ব্যাবস্হা নেয়া হবে বলে জানান তিনি।