নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তছির উদ্দিন (৩৭) নামে এক পথচারি নিহত হয়েছেন। সোমবার বিকেল পৌঁণে ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকার অদুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তছির উদ্দিন উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মৃত ছানু মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তছির উদ্দিন পশ্চিমপাশ থেকে রাস্তা পার হয়ে পূর্বপারে যাচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তছির উদ্দিনের মৃত্যু ঘটে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা নিহতের লাশ বাড়ি নিয়ে গেছে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে, শনাক্ত করার চেষ্টা চলছে।