ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ও সুরাট ইউনিয়নের ধানের জমির মধ্যে দিয়ে খাল খননের প্রতিবাদে এলাকাবাসী ১১: ৩০ মিনিট হতে ১২ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামণে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
কৃষক বাঁচলে বাঁচবে দেশ, অপরিকল্পিত খাল খননে চাষাবাদী জমি হচ্ছে শেষ এই স্লোগানে মালিকানা ও আবাদী জমিতে খালখনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে। বক্তব্য রাখেন- মেম্বার উজ্জ্বল মন্ডল, কৃষক নজরুল ইসলাম, আব্দুল আজিজ, আমিরুল প্রমুখ।