গাইবান্ধায় তিনদিন পর নতুন একজনসহ এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে তিনজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী জেলার পলাশবাড়ি উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সিভিল সার্জন এবিএম আবু হানিফ এতথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৮৪ জন বৃদ্ধি পেয়ে এক হাজার ৩৬৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
এরমধ্যে সুন্দরগঞ্জে ৫২, গোবিন্দগঞ্জে ২৬৪, সদরে ২০২, ফুলছড়িতে ২৬৩, সাদুল্লাপুর উপজেলায় ১৯০, সাঘাটায় ৩৭২ এবং পলাশবাড়িতে ২১ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৬ জন।