নওগাঁর সাপাহারে ঢাকা ফেরত একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত পাওয়া গেছে, আক্রান্ত ব্যক্তির বয়স ৪১ বছর। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাসপুর গ্রামে।
মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নওগাঁ জেলায় দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়াগেছে।
সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, গত ২৫ এপ্রিল শনিবার ওই ব্যক্তি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন এবং তার শরীরে জ্বর ছিল।
তিনি জানান, ওই রাত থেকেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। পরদিন ২৬এপ্রিল রবিবার তারসহ চারজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে। বাকি তিনজনের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাসপুর গ্রামে।
নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা থেকে ২৯ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ব্যক্তি রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। ঘটনার পর থেকে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স প্রথম করোনা শনাক্ত হয়।