গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, দেশের ক্রান্তিকালে, এই দুর্যোগের মুহূর্তে ডিএমপির একটি নোটিশ মর্মাহত করেছে। সভা-সমাবেশ করার জন্য অবশ্যই পুলিশকে অবহিত করা হবে। কিন্তু অনুমতি নিতে হলে আপনারা তো অনুমতি দেন না, এটা সবার জানা কথা। কাউকে বক্তব্য রাখতে দিবেন না, সমালোচনা করতে দিবেন না। তাই আমি ডিএমপিকে অনুরোধ করছি, এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে একটি কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যতগুলো বিশৃঙ্খলা হয়েছে তার জন্য তো সরকারই দায়ী। আজকে ভাস্কর্য-মূর্তির ঝামেলা তৈরি করতে সরকার একদিকে মদদ দিয়েছে, অন্যদিকে যখন দেখছে সামাল দেয়া যাচ্ছে না তখন এই অবস্থা।
তিনি বলেন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। মিছিল-মিটিংয়ে হস্তক্ষেপ করবেন না। তবে যারা করছেন তাদের প্রতি আবেদন কোনোভাবেই যেন গাড়ি ও চলাফেরা বিঘ্ন না হয়।