রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় বালিয়াকান্দি কেন্দ্রীয় মহাশ্বশানে পূজা উদ্যাপন পরিষদের বিশেষ সভায় বিভিন্ন বক্তাগণ সনজিত দাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডলের পরিচালনায় বিশেষ সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ (অব) বিনয় কুমার চক্রবর্ত্তী, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা রনজিৎ কুমার পাল, উপদেষ্টা বলাই চন্দ্র দাস, সহ-সভাপতি বিধান চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত কুমার রায়, বহরপুর ইউনিয়নের সহ-সভাপতি পঞ্চানন দাস, উপজেলা পূজা উদাযাপন পরিষদরে মহিলা সম্পাদিকা বাসন্তি স্যার্নাল, বালিয়াকান্দি মহাশ্বশানের আহবায়ক রতন চৌধুরী, সমাধীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারোদ চন্দ্র বাছাড় প্রমুখ। এ সময় উপজেলার ৭ ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের নেতা কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিনয় কুমার চক্রবর্ত্তী, বলেন আগামী রবিবারে সুষ্ঠ সমাধানের জন্য উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতির পদ হতে অব্যহতি প্রদানকৃত সনজিত দাসের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারক লিপি প্রদান করা হবে। এ সময় উপস্থিত পূজা উদ্যাপন পরিষদের নেতা কর্মী ও সদস্যরা সনজিত দাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।