আজ শনিবার থেকে জয়পুরহাটেও শুরু হয়েছে এন্টিজেন করোনা টেস্ট। ১৫ থেকে ২০ মিনিটেই পাওয়া যাবে এর ফলাফল। সারাদেশে ১০ জেলা হাসপাতালের মত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালেও এই টেস্ট শুরু হয়েছে। এ টেস্টও জন্য খরচ হবে মাত্র ১শত টাকা। হাসপাতালের চিকিৎসকদের একটি আবাসিকে অ্যান্টিজেন পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে ১১টায় জেলা আধুনিক হাসপাতালে এ টেস্টের উদ্বোধন করা হয়। এময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: রাশেদ মোবারক জুয়েল, আর এম ও ডা: সাইফুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন এলাকার মানুষ এই করোনা টেস্টের জন্য আসেন এবং তাদের নমুনা দেন।
নমুনা দিতে আসা ধানমন্ডি এলাকার গৃহবধু নিলুফা ইয়াসমিন বলেন, আমি কয়েক দিন ধরে জ্বর-সদ্দি- কাঁশিতে ভূগতেছি। একারণে অ্যান্টিজেন পরীক্ষা করাতে এসেছি। এখানকার ব্যবস্থাপনা আমাকে খুব ভালো লেগেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে সকাল ১১ টা থেকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে ৫শ’ কিট দেওয়া হয়েছে এ হাসপাতালকে। প্রথম দিনে ৯ জনের অ্যান্টিজেন পরীক্ষায় কারও ফলাফল পজিটিভ পাওয়া যায়নি। অ্যান্টিজেন পরীক্ষা নমুনা সংগ্রহের জন্য সরকারিভাবে নির্ধারিত একশ টাকা করে নেওয়া হচ্ছে। করোনা টেস্ট এর খবরে সাধারন জনগন খুশি।