প্রকাশিত হয়ে গেলো কণ্ঠশিল্পী সামজ ও শামসুন নাহার সীমা’র “কাঁচ ভাঙ্গা আয়না’র শিরোনামে গানের মিউজিক ভিডিও। অরণ্য পাশার কথায় গেম অফ টিউন প্রযোজিত সামজ এর সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন পিবি রুদ্র। অরণ্য পাশা’র পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন, আরজে জীবরান ও জারিন জারা খান ।
গানটি সম্পর্কে কন্ঠশিল্পী সামজ বলেন, “আমি কখনো ডুয়েট গাইনি। এই প্রথম গাইলাম নিজের সুরেই।সীমা নতুন হলেও দারুণ গেয়েছে। স্যাড রোমান্টিক ঘরানার এ গানটির মিউজিক ভিডিও ভালো হয়েছে । আশা করি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।
এ গানের মিউজিক ভিডিও নির্মাতা ও গীতিকার অরণ্য পাশা বলেন, ‘ সামজ এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী । গানটির সঙ্গে অনার কিলিং এর দারুণ একটি গল্প দৃশ্যায়ন করা হয়েছে। আশাকরি গানটি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।
উল্লেখ্য, গানটি গেম অফ টিউন ইউটিউিব চ্যানেলে পাওয়া যাবে।