কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর আওয়ামীলীগ সহযোগী সংগঠন । রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে মহীদ ফিরোজ চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে ফিরোজ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে গোদাগাড়ী পৌর আওয়ামীগ সাধারন সম্পাদক রবিউল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, গোদাগাড়ী পৌর আওয়ামীগ সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,পৌর শ্রমিক লীগের সভাপতি হাসান,আওয়ামীগ এম এ শাহিন,নজরুল ইসলাম প্রমৃখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদীদের এ দেশ থেকে উৎখাত না করা পর্যন্ত আর শান্তি কামনা করা কঠিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে মামুনুল হকেরা প্রমাণ করেছে তারা মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী। উল্লেখ্য শনিবার ভোরে কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখম-ল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।