প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ‘সামার’ ও ‘ফল’ সেমিস্টারে নতুন ভর্তিকৃত সকল বিভাগের ছাত্রছাত্রীদের নবীন বরণ ৭ই ডিসেম্বর, ২০২০ তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনলাইন প্ল্যাটফরম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব কে.এম. খালেদ ও জনাব মোঃ রায়হান আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইফ্ফাত জাহান (ভারপ্রাপ্ত)।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই এর মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মুকিদ মজুমদার বাবু।
নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির (ভারপ্রাপ্ত)।
নবীন বরণ অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাগণ সহ নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।