সিদ্ধিরগঞ্জে মিতালী মাকের্টে সন্ত্রাসী কর্মকান্ডে হত্যাসহ একাধিক মামলার আসামী বিতর্কীত আবু সাইদ শিপন @ নোয়াখাইল্লা শিপন। বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন ঘটনায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছে এই শিপন।
সবশেষ চলতি বছরের গত নভেম্বরের ২২’তারিখ সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া পঞ্চায়েত অফিসের সামনে একটি মারামারির ঘটনায় মামলা হয়। যার নম্বর-৩৫। উক্ত মামলায় ৭নং আসামী বিতর্কীত এই শিপন।
ঘটনার মামলা সূত্রে জানা যায়, সবুজ, রাশেদুল হক রাজু ও মোঃ কবির হোসেন নামে তিনজনকে আনুমানিক ২৫/৩০’জন মিলে মারধর করা হয়। এসময় ধারালো অস্ত্র দ্বারা দু’জনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ১৪’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২/১৩’ জনকে আসামী করা হয়।
এ মামলায় ৭’নম্বর আসামী শিপন জামিনে আছে। এর আগে গত ৮’সেপ্টেম্বর সাহেবপাড়া এলাকায় রাতে আহসান মিয়া নামের এক যুবককে রাস্তায় ফেলে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগে শিপনকে প্রধান আসামী করে মামলা করে ভুক্তভোগীর বাবা।
এ ঘটনায়ও ১২’জনের নাম উল্লেখ’সহ ৩০/৪০’জনকে আসামি করা হয়। এছাড়া মিতালী মার্কেটে সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে শিপনের বিরুদ্ধে। তাছাড়া এই মার্কেটে শিপনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দ্বারা মারপিটের ঘটনাও ঘটনো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
জানা গেছে, লক্ষীপুরের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় ২০০৮’সালের মামাÑভাগিনা হত্যা মামলার দ্বিতীয় আসামি আবু সাইদ শিপন নোয়াখাইল্লা শিপন। এ ঘটনার পর পরিবার সহ লক্ষীপুর থেকে পালিয়ে আসে শিপন। এরপর বিভিন্ন বিতর্কীত ঘটনার মধ্য দিয়ে মিতালী মার্কেটে এসে নিজের অবস্থান শক্ত করে সে।