করোনা ভাইরাস ও নারী নির্যাতন সর্ম্পকে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করতে মাগুরা সদরের কামারবাড়ি,মঠবাড়ি ও চন্দনপ্রতাপ গ্রামে নাটক প্রদশিত হয়েছে । ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী মঙ্গলবার দুপুরে এ তিন গ্রামে সম্মিলিত মানুষ সচেতন করতে এ নাটকের আয়োজন করে ।
“মানিয়া চলি ” নাটকটি লাপটরের মাধ্যমে দেখানো করোনা ভাইরাস ও নারী নির্যাতন সর্ম্পকে নানা তথ্য সর্ম্পকে মানুষকে সচেতন করা হয় । এ সময় জেলা ব্র্যাক্যের ব্যবস্থাপক ত্রিদীপ গোলদার,পিপিএসএস বাবুল হোসেন ও ব্র্যাক সামাজিক কর্মসূচীর সদস্য সাবরিনা আক্তার উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের সদস্যবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয় ।