নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের নিজ গ্রাম বড়নগরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম।আজ শুক্রবার দুপুরের দিকে বড়নগর সাহেববাড়িতে নিজ অর্থায়নে তিনি এ কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে ফেরার পথে কথোপকথনে ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম বলেন, অনেক সময় পাঁচশত টাকা ভিজিট নিয়েও আনন্দ পাইনা, আবার ভিজিট ছাড়া রোগী দেখেও আনন্দ পাই যদি সেটা কোন অসহায় মানুষের উপকার হয়।
আমি চাই আমার সেবাটা প্রকৃত অসহায় মানুষ পাক। আমার দানটা মানুষের কাজে লাগুক। কাউকে খুশি করার জন্য কিংবা লোক দেখানোর জন্য কিছুই করি না। হয় আল্লাহকে সন্তুষ্টি করা কিংবা কাজটা করে নিজের মনে আনন্দ পাওয়াকেই গুরুত্ব দেই।
ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কর্মরত আছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরে পুরাতন জেল রোডে অবস্থিত দি (স্পেশালাইজড) ল্যাব এইড হাসপাতাল নিয়মিত রোগী দেখেন।