কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রমিক অধিকার আদায় আন্দোলন পরিচালনা কমিটির শ্রমিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির মোড়ে স্থানীয় অফিস সংলগ্ন স্থানে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ আবু সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, এই ঘটনা সারাদেশে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলায় হুমকি দাতারা চিহ্নিত রাজনৈতিক দলের, তাদের কোন ধর্ম নাই, তারা বাংলাদেশের সব সময় বিপক্ষে ভূমিকা রাখেন গভীর চক্রান্তের অংশ হিসেবে এদেশকে অস্থিতিশীল করতে এই ঘটনা ঘটিয়েছে। এদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। তারা ছাড় পেলে ভবিষ্যতে দেশের ক্ষতি করবে।
জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু এদেশের মানুষের দূর্ভাগ্য যে জাতির জনককে তারা ভালো চোখে দেখেননি। তাই আজ জবাব দেওয়ার দিন এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি শক্ত হাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের বিরুদ্ধে বিচার করবেন। আমরা আপনার পাশে আছি, থাকব, ইনশাল্লাহ্ । আমরা দোয়া করি আপনি দীর্ঘজীব হউন।
এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক অধিকার আদায় আন্দোলনের পরিচালনা কমিটির শতাধিক নেতাকর্মী।