খিলগাঁও তালতলায় অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই । অপরিকল্পিত দোকান নির্মান করায় অগ্নিকান্ড সহ বিভিন্ন দুঘর্টনা ঘটছে বলে জানান এলাকাবাসী। গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ করেই খিলগাঁও তালতলায় সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদের অফিসের সামনে তিনটি দোকানে অগুন লেগে পুড়ে গেছে দোকানের সমস্থ মালামাল। আগুন লাগার বিষয়টি এখনও জানা যায়নি।
সরেজমিনে জানাযায়, একটি ফাষ্ট ফুড (খাবারের দোকান) একটি রেডিমেট কাপুরের দোকান এবং সেলুনের আংশিক পুড়ে গেছে। প্রায় ১৫/২০ মিনিট আগুন জ্বালার পরে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ী এসে আগুন নিয়নন্ত্রে নিয়ে আসে।
এলাকাবাসী আরোও জানান, এখানে কোন পরিকল্পনা ছাড়াই নির্মান করা হয়েছে দোকান গুলো। এটা একটা আবাসিক এলাকা। এখানে আল আমিনের চায়ের দোকানে সব সময় মাদক সেবন থেকে শুরু করে মাদক কারবারীদের আনাগোনা বেশী। বহিরাগত ছেলে মেয়েদের সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে আড্ডা ।
এতে করে এলাকাবাসী নিরাপত্ত্বাহীনতায় ভূগছে। এলাকাবাসী মনে করেন সংস্লিষ্ঠ উর্দ্ধতন কর্তপক্ষের এ বিষয়ে বেশী করে গুরত্ব দেয়া দরকার।