নীলফামারীর ডোমারে করোনা সন্দেহে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে থাকা লোকজনের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (২৮এপ্রিল) রাত সাড়ে ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিাকৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়েছে।
গোমনাতি ইউনিয়নের সংশ্লিষ্ট ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল আলম রাব্বি জানান, চট্রগ্রাম থেকে ফেরত আসা চার জন নির্মান শ্রমিক ৩দিন ধরে উপজেলার গোমনাতী ইউনিয়নে উত্তর গোমনাতী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে রয়েছে ।
গতকাল বিকালে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে থাকা নির্মান শ্রমিক মাষ্টার পাড়া সুমন ইসলামের সাথে ক্যাম্পপাড়া এলাকার এক যুবকের সাথে কথা বলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত অবস্থায় সুমন ইসলাম (২১) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহত সুমন ইসলামের বাবা হারুন আর রশিদ বাদি হয়ে ডোমার থানায় মামলা নং- ১০ ,২৯/০৪/২০২০ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার ক্যাম্প পাড়া ও মাষ্টার পাড়া এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে ছেলেটি মারা গেছে। নিহত সুমন গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী মাষ্টার পাড়ার গ্রামের হারুন আর রশিদের ছেলে বলে জানাযায়।