৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস/২০ উদযাপন উপলক্ষে পতœীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় শনিবার উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতœীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা যব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, আইসিটি কর্মকর্তা কুলসুম খাতুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও মাষ্টারট্রেনারবৃন্দ প্রমুখ।
পরে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে প্রাথমিক ও ম্যাধমিক পর্যায়ের শিক্ষার্থীদের চিত্রাংকন ও উপস্থিত বক্তিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার তুলেদেন প্রধাস অতিথি।