কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, তার ভাই ফারুক ও ভাতিজা হালিম সহ ৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারনার অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত রবিবার এ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবদুর রহিম সহ ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহানের নিকট থেকে ২০ আগষ্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহন করেন। এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমান সম্পত্তির দলিল রেজিষ্ট্রী করে দেননি।
বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষে ইতোপূর্বে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ উদ্দোগ নিয়েও কোন ফল হয়নি। পরবর্তীতে ইউএনও কলাপাড়াকে বিষয়টি জানানোর করার পর তিনি ফৌজদারী মামলা করার পরামর্শ দেয়ায় ভুক্তভোগী মিলন হাওলাদার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩ ফেব্রুয়ারী আদালত মামলা করেন।
আদালত মামলার অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রবিবার তদন্ত প্রতিবেদনের আলোকে আদালত প্রধান শিক্ষক আবদুর রহিমসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া গ্রেফতারী পরোয়ানা জারীর বিষয়টি নিশ্চিত করেন।