বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রাম। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি বসবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জিতলে ফাইনাল, হারলে বিদায়। এমন সমীকরণ দুই দলের সামনে।
সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ফর্ম দেখানো চট্টগ্রাম প্রথম কোয়ালিফায়ারে হেরে গেছে খুলনার কাছে। এই হার কিছুটা হলেও আত্মবিশ্বাসে চির ধরাবে বন্দরনগরীর দলটার।
তবে লিটন দাস, মাহমুদুল হাসান, মুস্তাফিজুর রহমানদের নিয়ে তারুণ্য নির্ভর দলটার সক্ষমতা রয়েছে ঘুড়ে দাঁড়ানোর।
এদিকে এলিমিনেটরে ফরচুন বরিশালকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে ঢাকা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠতে চায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি।
এই ম্যাচে জয়ী দল শুক্রবার টুর্নামেমেন্টের ফাইনালে খেলবে জেমকন খুলনার বিপক্ষে।