মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ আয়োজনের শুরুতে সকাল ১০.৩০ মিনিটে প্রচার হবে ছোটদের অনুষ্ঠান “বিজয় পতাকা”। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজলী আহমেদ। শিশুতোষ ম্যাগাজিন “জাগো বাংলাদেশ” প্রচার হবে ১১.১০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান।
১১.৪৫ মিনিটে প্রচার হবে লানা খানের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান “বিজয়ের গান”। বেলা ১২.২৫ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান “লাল সবুজের বিজয়”। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান।
দুপুর ১.১০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদ এর রচনা ও পরিচালনায় নির্মিত নাটক “চরণ রেখা”। নাটকটিতে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, চ্যালেঞ্জার, ডা. এজাজ. এস আই টুটুল, শাওন প্রমুখ। দুপুর ৩.৫ মিনিটে প্রচার হবে সোহেল আরমান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “এইতো প্রেম”। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান ও বিন্দু।
সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক “রাখাইন মেয়ে প্রিনসা”। নাটকটি পরিচালনা করেছেন সারোয়ার তমিজউদ্দিন। রাত ৮ টায় প্রওচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ অনুষ্ঠান “মুক্তির কথা বিজয়ের গান”। তারিনের উপস্থাপনায় অনুষআঠানটি পরিচালনা করেছেন হানিফ সংকেত।
অনুষ্ঠানে রয়েছে রবি চৌধুরী, এস আই টুটুল এবং ব্যান্ডদল দলছুট এর গান এবং একাধিক প্রতিবেদন। রাত ৮.৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মুক্তি’। মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শফিউল আলম বাবু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নিশাত প্রিয়ম, সিফাত, সাইফ মাহমুদ, ইশরাক আফ্রিদ অন্তিক ও শফিউল আলম বাবু। রাত ১০.৫০ মিনিটে প্রওচার হবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বিজয়ের গল্প’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ।