বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিআইডব্লিউটিসি’র মোট ৫ জন সদস্য আক্রান্ত হলো।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) বেলা ২ টায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।
তিনি বলেন, আজ আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে ৩ জন করোনায় আক্রান্ত। এরা সবাই বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সদস্য।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, আমরা ২০ জন করোনা শনাক্তের জন্য সিম্পল দিয়েছিলাম। এই ২০ জনের রেজাল্টে ৩ জনের পজিটিভ এসেছে। এ দিয়ে মোট বিআইডব্লিউটিসির ৫ জন আক্রান্ত হলো।
রাজবাড়ী জেলায় এ পর্যন্ত মোট ১৩ জন করোনায় আক্রান্ত হলো। এরমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।