মাগুরায় বুধবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় উত্তোলন করা হয়।
সকাল ৮ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা ও দায়রা জজ মো.কামরুল হাসান, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নোমানী ময়দানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এছাড়া, বিজয় দিবস উপলক্ষে জেলা যুবলীগ শহরের নোমানী ময়দান থেকে সকাল সাড়ে ১০টায় ১০০ শত জাতীয় পতাকা নিয়ে বাইসাইকেল যোগে শহরে র্যালি বের করে। র্যালির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
র্যালীতে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ শতাধিক কর্মী অংশ নেয় । তাছাড়া শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সীমিত পরিসরে বিজয় দিবস পালন করে।