কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার ভোরে ৩১বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্ত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণফুলের তোড়া অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় ইউএনও রুমন দে’র সভাপতিত্বে পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম পুলিশ বাহিনী কর্তৃক সসস্ত্র অভিবভদন গ্রহণ করেন। এসময় পাশে ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যাবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও রুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। ইউএনও রুমন দে’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও এরশাদ হোসেন মাস্টার, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাংবাদিক মো. কামাল হোসেন, যুবলীগের আহবায়ক খন্দকার মো.নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, কৃষকলীগ সভাপতি মকবুল হোসেন, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।
শেষে প্রধান অতিথি সেলিমা আহমাদ মেরী এমপি মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।