ধনপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে রফিকুল ইসলাম উকিল সভাপতি, আল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০ ডিসেম্বর রোববার ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শেষে বিকেল ৫টায় দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী কালাচাঁন, উপজেলা আ’লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মাসুদ জামান লিটন, দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের প্রভাষক মোশারফ হেসেন ইমন, সমাজকর্মী মিলন মিয়া, স্কুলের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন, সহযোগী নির্বাচন কমিশিনার আব্দুল হান্নান, ইউপি সদস্য চাঁন বানু, ইউনুছ আলী, শিক্ষক নাজিম উদ্দিন,উছমান গণি, অবঃ সেনা সদস্য জাকারিয়া আহমদ, সংবাদকর্মী ও এলাকার সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্ত রফিকুল ইসলাম উকিল মিয়া- মোমবাতি ১১৬, আবু সাঈদ তালুকদার-ছাতা ১১০, নজরুল ইসলাম মোল্লা- মটর সাইকেল ৭৪, মতিউর রহমান-আনারস ৬৭, শামছুল হক-চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ ভোট, সাধারণ সম্পাদক পদে আল আমিন-টিউবওয়েল ১৫৫, মাসুদ রানা-ফুটবল ১৩৭, গোলাম আযম সোহাগ- মোরগ প্রতীক ৫৭, রাকিব হাসান-আম নিয়ে পেয়েছেন ৫৫ ভোট। ভোট কাস্ট হয়েছে শত ভাগ, বাতিল ভোট নেই। সুষ্ঠু নির্বাচন হওয়ায় খুশি এলাকার মানুষ।