ঝিনাইদহ জেলার উপর দিয়ে ঘণ্টাব্যাপী প্রবল বর্ষণে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। কৃষকদের সবজি আবাদ নষ্ট হয়ে গেছে। স্কুল, কলেজের মাঠ, কাচা রাস্তা পানিতে ভরে যাওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। কলাবাগান, পটলক্ষেত, পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কাচা ঘর পড়ে যাওয়ায় গরিব অসহায় মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়েছে।