নীলফামারীর ডিমলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক কে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
গতকাল রোববার নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, এর নির্দেশে ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানাসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক ও উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গণেশ রায়ের ছেলে আকাশ রায় নিরবকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আকাশ রায় নিরব শনিবার (Akash Roy Nirob) নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এলাকার লোকজন একত্রিত হয়ে তার বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে।খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক আকাশ রায় নিরবকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস প্রদান করে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করে।
তারই ফলশ্রুতিতে ডিমলা থানা পুলিশ হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী আকাশ রায় নিরবকে ২৪ ঘন্টার মধ্যে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে রবিবার রাতে ডিমলা থানায় নিয়ে আসে। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।