তাজ আক্তার দিয়া। গান গাইতে ভালোবাসেন। চমৎকার গাইতেও জানেন। কিন্তু বহু বছর ধরেই তিনি আমেরিকা প্রবাসী। তাই প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়মিত গান করা হয় না তার।
কিন্তু গানের প্রতি দিয়ার ভালোবাসা বিন্দুমাত্র কমাতে পারেনি হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। যার প্রমাণ তিনি ইতোমধ্যে দিয়েছেন। গত বছরই তিনি দেশে এসে আত্মপ্রকাশ করেছেন গায়িকা হিসেবে। ‘কফি হাউজ’ ও ‘কী অপরাধে’ নামের দুটি গান উপহার দিয়েছেন তিনি।
এবার দিয়া নিয়ে এলেন নতুন আরেকটি গান। যেটার শিরোনাম ‘যত বলি ভালোবাসি’। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি রোম্যান্টিক গান। ঠিক তাই। সময়ের সবচেয়ে সফল সঙ্গীত তারকা ইমরানের সুরে দিয়া এই গানটি গেয়েছেন।
‘যত বলি ভালোবাসি’ গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এতে সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি ভিডিওসহ প্রকাশিত হয়েছে।
নতুন এই গানের পেছনের গল্প সম্পর্কে দিয়া বলেন, গত বছর আমার প্রথম গান প্রকাশের সময়ই সবাইকে কথা দিয়েছিলাম যে, আমি প্রতি বছরই নতুন গান করবো। এই গানটিকে সেই কথা রাখার গান বলা যেতে পারে। এই গানের অডিওর কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে মিউজিক ভিডিওর কাজটি পিছিয়ে যায়। তবে অবশেষে গানটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ হওয়ায় আমি আনন্দিত।
প্রকাশিত গান নিয়ে দিয়ার ভাষ্য, এটা ভালোবাসার গান। আমি বিশ্বাস করি, প্রেম বা ভালোবাসার গানগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকে। তাই এই ধাঁচে গানটি করেছি।
‘যত বলি ভালোবাসি’ গানের ভিডিওতে মডেল হয়েছেন যশ মির্জা ও কানিজ সুখী। ভিডিওর গল্পটা বাস্তবতার ছায়ায় সাজানো। যেখানে একটি যুগলের সত্যিকারের ভালোবাসাময় মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।