ঝিনাইদহে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান এম নজরুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে পাগলা কানাই ইউনিয়নের বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের শতাধিক নারী পুরুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে ত্রাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। ত্রাণ পেতে দেরী হওয়ায় বিক্ষোভকারীরা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। অবস্থা বেগতিক দেখে ইউনিয়নের চেয়ারম্যান তার কার্যালয়ে প্রবেশ করে। পুলিশ ঘটনা জেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি জানান সুষ্ঠুভাবে বণ্টন করা হচ্ছে এবং আগামীতে ত্রাণ পেলে নতুন করে আরও ত্রাণ বণ্টন করা হবে।