মাগুরার বিনোদপুর আওয়ামী লীগ নেতা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল মোল্লার নামাজে জানাজা বুধবার সকালে বিনোদপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিনোদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনীত কারনে তিনি ইন্তকাল করেন(ইন্না, রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ পুত্র ৩ কণ্যা স্ত্রীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজাপুর্ব সমৃতিচারন করেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য এড, বীরেন শিকদার, মহম্মাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, কৃষক লীগের সভাপতি, আওয়ামী লীগ নেতা সাজিদুর রহমান সংগ্রাম প্রমুখ।