টেকসই মৎস্য সম্পদ বিনির্মানে নারীর অংশগ্রহন এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়ন আবশ্যক বিষয়ে এক গবেষনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাগেরহাটে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা শহরের খারদ্বার এলাকায় উদয়ন বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
উন্নয়ন সংস্থা কোষ্ট ট্রাষ্টের অর্থায়নে এবং উদয়ন বাংলাদেশের আয়োজনে মৎস্যজীবি নারীদের অংশগ্রহনে এসভায় উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহানের সভাপতিতে সভায় বক্তব্য দেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, কৃষিবিদ আব্দুর রশিদ, ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজামান বাচ্চু, কোষ্ট ট্রাষ্টের সহকারি পরিচালক জহিরুল ইসলাম, উদয়ন বাংলাদেশের নির্বাহি পরিচালক শেখ আসাদ।
প্রধান অতিথি বলেন, এসডিজি বাস্তবায়নে নারীদের স্বনির্ভরতা বাড়াতে এ ধরনের প্রকল্প নিয়ে কাজ করতে হবে। তাহলেই ২০৩০ সালে মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হবে। বাংলাদেশের উন্নয়নে কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। সম্পদের উন্নয়নে এই তিনটি খাতকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব থেকে বেশী গুরুত্ব দিয়েছেন। এখানে নারীদের অংশগ্রহনের সুযোগ দিয়ে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কাজ করছে।