বাংলাদেশ শরীগঠন ফেডারেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং ভিআইপি স্পোর্টস এন্ড ফিটনেস, ভিআইপি ফিটনেস ও রুশলান’স স্টুডিও এর পৃষ্ঠপোষকতায় আগামীকাল (২৭ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী বঙ্গবন্ধু বিএবিবিএফ জাতীয় শরীরগঠন চ্যাম্পিয়নশিপস-২০২০।
প্রতিযোগিতার দৈহিক ওজন ও উচ্চতা গ্রহণ পর্ব আগামীকাল সকাল ১১:০০ টা হতে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকাল ৪:০০ ঘটিকায়।
এবারের সিনিয়র বডিবিল্ডিং প্রতিযোগিতায় ৮টি দৈহিক ওজন শ্রেণি, মাস্টার বডিবিল্ডিং প্রতিযোগিতা একটি ওপেন ক্যাটাগরিতে, মেনস ফিজিক ৩টি দৈহিক উচ্চতার শ্রেণি এবং ওমেনস্ ইভেন্ট একটি ওপেন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ।
এবার এ জাতীয় প্রতিযোগিতায় থাকছে সর্বমোট ১৩টি ক্যাটাগরি। ক্যাটাগরিগুলো হচ্ছে সিনিয়র মেনস্ বডিবিল্ডিং এ ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫ ও ৮৫+ কেজি দৈহিক ওজন শ্রেণি; মেনস্ ফিজিকে থাকছে ১৬৬ সে.মি., ১৭০ সে.মি. ও ১৭০+ সে.মি. দৈহিক উচ্চতা শ্রেণি।
এছাড়া থাকছে মেনস্ মাস্টার বডিবিল্ডিং ও ওমেনস্ ইভেন্ট। মেনস্ মাস্টার বডিবিল্ডিং ও ওমেনস্ ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে ওপেন ওয়েট ক্যাটাগরিতে। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্বটি ২৯ ডিসেম্বর সকাল ১২:০০ টা হতে টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে।