১ মে মহান মে দিবস মেহনতি মানুষের বিজয়ের দিন, আনন্দ ও সংহতি প্রকাশের দিন। ১৮৮৬ সালে শিকাগোর মার্কেটে ৮ ঘণ্টা কর্মময় ও ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রক্তরঞ্জিত হয়েছিল। পরে শ্রমিকদের বিজয় হয়। ঝিনাইদহ শ্রমিক সংগঠন দিনটি উপলক্ষে কালো পতাকা, সংগঠনের পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করে।
সড়ক পরিবহণ, শ্রমিক ইউনিয়ন ৮ জন অবসরপ্রাপ্ত শ্রমিককে অবসর ভাতা প্রদান করে। দাউদ হোসেন (সভাপতি), জাহাঙ্গীর আলম সাগর (সাধারণ সম্পাদক), সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাস-মিনি বাস শ্রমিক ইউনিয়ন ওলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পালন করে। শ্রমিকরা উন্নয়নের চাবিকাঠি।