৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহ পায়রা চত্বরে জেলা আওয়ামী লীগের এক সমাবেশ বুধবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ঝিনাইদহ-১ আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়াদ্দার, আব্দুস সামাদ, আব্দুল হাকিম, আসাদুজ্জামান। সমাবেশের পূর্বে এক বিজয় র্যালী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে।