বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩৪ লাখ ২১ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ ৯৩ হাজার ৯১ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে আজ (শনিবার) বিকেলে এসব তথ্য প্রকাশিত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের টালি অনুযায়ী, কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৪ লাখ ১৭ হাজার ৬১২ জন মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে ২০ লাখ ৩৭ হাজার ৬৭৫ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ২১৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী- আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে অবস্থান করছে আমেরিকা। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৩১ হাজার ৮৫৬ জন। আর মৃতের সংখ্যা ৬৫ হাজার ৭৮২ জন।
মৃতের সংখ্যায় আমেরিকার পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে মারা গেছেন ২৮ হাজার ২৩৬ জন।
মৃতের দিক থেকে তৃতীয় স্থানে থাকা স্পেনে অবশ্য ইতালির চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেখানে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৪৮ জনসহ মোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৯৮৮ জন। আর নতুন ২৮১ জনসহ এ পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৮২৪ জন।
এছাড়া, ব্রিটেনে ২৭ হাজার ৫১০ জন, ফ্রান্সে ২৪ হাজার ৫৯৪ জন, বেলজিয়ামে সাত হাজার ৭৬৫ জন, জার্মানিতে ৬ হাজার ৭৩৬, ইরানে ৬ হাজার ১৫৬, ব্রাজিলে ৬ হাজার ৪১২, নেদারল্যান্ডসে ৪ হাজার ৮৯৩ জন, চীনে ৪ হাজার ৬৩৩ জন, কানাডায় ৩ হাজার ৩৯১, তুরস্কে ৩ হাজার ২৫৮ এবং সুইডেনে ২ হাজার ৬৫৩ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে, রাশিয়া একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯ হাজার ৬২৩ জন এই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৫৪ জন। আক্রান্তদের মধ্যে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও রয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২২ জন।