বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে অষহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার বিকেলে পোলঘাটস্থ সমিতির প্রধান কার্যালয় চত্বরে বাংগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া, সংস্কৃতি ও কল্যান পরিষদের ব্যানারে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন।
এসময় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক শেখ মোহাম্মাদ আলী, সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান খাঁন, ব্রজগোপাল দেবনাথ, মোঃ ময়নুল হুদাসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন বলেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়ন করেছে।
করোনার ভয়াবজতার মধ্যেও ‘দূর্যোগে আলোর গেরিলা’ গঠন করে কর্মকর্তা-কর্মচারীরা সবসময় দাপ্তরিক কাজে নিয়োজিত আছেন।প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান কর্মসূচীতে সারা দিয়ে আমরা সমিতির নিজস্ব অর্থায়নে দুইজন গৃহহীন ঘর নির্মান করে দিয়েছেন।সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আজকে হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। আগামীতেও বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি অসহায়দের পাশে থাকবে বলে আশ্বাস দেন।