ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা এলাকায় শনিবার থেকে চালু হয়েছে এ কোভিড-১৯ ট্রেসিং পোস্ট। বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরী সহযোগিতা ও তত্ত্বাবধানে এই চেকপোস্ট স্থাপনে সহযোগিতা করেছে শ্রীপুর উপজেলা পরিষদ।
এই পয়েন্ট দিয়ে যাতায়াতের সময় প্রতিটি ব্যক্তিকে বাধ্যতামুলকভাবে স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। কারো দেহে উপসর্গ কিংবা ভাইরাস থাকলে তা সাথে সাথে জানিয়ে দেওয়া হবে তিনি যে জেলার অধিবাসী সেখানকার জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে। এজন্য তার ছবি তুলে রাখাসহ জাতীয় পরিচয়পত্রের সব তথ্য এখানে সংরক্ষণ করা হচ্ছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় ট্রেসিং পোস্টটির উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক আর্টিলারি বিগ্রেড কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি।
এ সময় মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, লে. কর্নেল আতিফ, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। মাগুরার ওয়াপদা-কামারখালির গড়াই ব্রিজের নিকটবর্তী এলাকাটি ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন বিভাগের জেলা থেকে মাগুরায় প্রবেশের দ্বার।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফূল আলম জানান, স্বাস্থ্য পরীক্ষায় করোনার ঝুঁকি কিংবা ভাইরাস শনাক্ত হলে তার বিষয়ে তথ্য তিনি যে জেলার অধিবাসী সেই জেলার জেলা প্রশাসককে জানিয়ে দেয়া হবে। এজন্যে তার ছবি তুলে রাখাসহ জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে সংরক্ষণ করা হচ্ছে।
এ ধরনের চেকপোস্ট শুধু মাগুরা নয় সারা দেশের করোনা প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখার পাশিাপাশি অনুকরণীয় দৃষ্টান্ত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক আর্টিলারি বিগ্রেড কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি।