মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর ঝামা এলাকায় অবৈধভাবে আড়াআড়ি বাধ দিয়ে মৎস্য শিকার করায় অভিযান পরিচালনা করেন মমহম্সমদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃঞ্চ অধিকারী।
এসময় তিনি নদীর দেউলি ও চরঝামাসহ অন্যান্য স্থানে অবৈধভাবে আড়াআড়ি বাধগুলি অপসারণ করেন।অভিযানের সময় মৎস্য বিভাগের কর্মকর্তা ও থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এর আগে ঝামাবাজার রক্ষার নদী শাসনের ব্লকের ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেন।