করোনা মোকাবেলায় নওগাঁর পোরশায় ১৩টি কওমী মাদ্রাসার সংশ্লিষ্ট এতিমখানা ও ৩৫জন অসুস্থ্য ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবীল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরন করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে করোনাভাইরাস জনিত সমস্যার কারনে উপজেলার তেরোটি এতিমখানায় ১লক্ষ ৩০ হাজার টাকা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সুপারিশ ক্রমে প্রাপ্ত অসুস্থ্যদের মাঝে ১৩ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ।
উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।