কুড়িগ্রামের উলিপুর প্রেস ক্লাবের ৩ যুগ পূর্তি উৎসব গতকাল শুক্রবার গভীর রাতে সমাপ্ত হয়েছে ! প্রতিষ্ঠা বার্ষিকীর তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা, তিন দিনব্যাপী প্রেসক্লাব ভবনে আলোকসজ্জা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান ।
গতকাল সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন করেন, যথাক্রমে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও প্রেসক্লাব এর আহবায়ক আনিছুর রহমান মিয়জিী।
এরপর একটি বর্ণাঢ্য রেলী শহর প্রদক্ষিণ করে । দুপুর ১২ টায় প্রেসক্লাবের হলরুমে কেক কাটেন জাতীয় সংসদ সদস্য। বিকেল ৩ টায় আবৃতি প্রতিযোগীতা, সন্ধ্যা ৬ টায় কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৮ টায় আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাব এর আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অফিসার ইনচার্জ উলিপুর থানা মোঃ ইমতিয়াজ কবীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সর্বজনাব মোঃ সহিদুল আলম বাবুল সাবেক সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম সরদার বিদায়ী সাধারণ সম্পাদক, মঞ্জুরুল হান্নান প্রতিষ্ঠাতা সভাপতি, তৈয়বুর রহমান সাবেক সভাপতি, মোন্নাফ আলী সাবেক সাধারণ সম্পাদক, পরিমল মজুমদার সাবেক সভাপতি, প্রধান অতিথি তার বক্তব্যে, সাংবাদিকদের কাজের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু সাঈদ সরকার বিদায়ী সভাপতি ।