রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও গণমাধ্যম কর্মীবৃন্দের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন ও মিথ্যা মামলায় হয়রানী বন্ধের আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ডিসিবি নিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এবং বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বিশ্বাসকে কালুখালী থানার একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে চার্জশীটভূক্ত আসামী করার প্রতিবাদে এবং পুনরায় মামলাটির নিরপেক্ষ তদন্তের দাবীতে সাংবাদিক সমাবেশ ও মানবন্ধনে সাংবাদিক সমির কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও ৭১ বাংলা টিভির রাজবাড়ী প্রতিনিধি রুবেল মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহম্মুদ, একুশে টিভির সাভার প্রতিনিধি কামরুজ্জামান, বার্তা ২৪ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহেল মিয়া, আজকের আলো পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি রফিকুজ্জামান লিটন, এসময় উপজেলার বিভিন্ন কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।