বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার সকাল সাড়ে সাতটায় বাগেরহাট শহরের রেলরোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সূচনা হয়। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্মমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এসময়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহী আলম বাচ্চু, একে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক সাদিয়া আফরোজ, তানিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্করসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।